‘গীতাঞ্জলি’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Bangla Gitanjali’ using the download button.
গীতাঞ্জলি – Geetanjali Bengali Book PDF Free Download

Gitangali Origional Poetry
আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে ! এ কৃপা কঠোর সঞ্চিত মোর
জীবন ভরে’ ।
না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমার সে মহা দানেরই যোগ্য করে, অতি ইচ্ছার সঙ্কট হ’তে
বাঁচায়ে মোরে ।
আমি কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমার পথের লক্ষ্য ধরে; তুমি নিঠুর সম্মুখ হতে
যাও যে সরে !
এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায় পূর্ণ করিয়া লবে এ জীবন তবে মিলনেরই যোগ্য করে, আধা-ইচ্ছার সঙ্কট হ’তে বাঁচায়ে মোরে ।
জীবনে মরণে নিখিল ভুবনে, যখনি যেখানে লবে, চির জনমের পরিচিত ওহে তুমিই চিনাবে সবে ।
তোমারে জানিলে নাহি কেহ পর নাহি কোনো মানা, নাহি কোনো ডর, সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই !
দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই ।
বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয় ।
দুঃখ-তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়।
সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয় |
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয় ।
আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয় ।
নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা
প্লাবিত করিয়া নিখিল দ্যুলোক ভূলোকে তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া ।
দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ মুরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ, জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া চেতনা আমার কল্যাণ-রস- সরসে শতদল সম ফুটিল পরম হরষে সব মধু তার চরণে তোমার ধরিয়া ।
নীরব আলোকে জাগিয়া হৃদয় প্রান্তে উদার ঊষার উদয়-অরুণ-কান্তি, অলস আঁথির আবরণ গেল সরিয়া ।
জননী, তোমার করুণ চরণখানি হেরিনু আজি এ অরুণ-কিরণ রূপে। জননী, তোমার মরণহরণ বাণী নীরব গগনে ভরি উঠে চুপে চুপে ।
তোমারে নমি হে সকল ভুবন মাঝে, তোমারে নমি হে সকল জীবন কাজে ; তনু মন ধন করি নিবেদন আজি ভক্তি পাবন তোমার পূজার ধূপে। জননী, তোমার করুণ চরণখানি হেরিনু আজি হে অরুণ-কিরণ রূপে ।
Also Read:
Author | Rabindranath Tagore |
Language | Bengali |
No. of Pages | 201 |
PDF Size | 2.9 MB |
Category | Poetry |
Source/Credits | archive.org |
গীতাঞ্জলি – Gitanjali Bengali Book PDF Free Download