রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা | Rabindranath Tagore Poems PDF In Bengali

‘রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Rabindranath Tagore Poems’ using the download button.

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট – Rabindranath Tagore Poems PDF Free Download

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা

-রবীন্দ্রনাভাকুর

অপরাক্সেসেছিলাম্মবাসরেঝামন্ত্রণে

পাহাড়িয়াত।

একেএকেদিল মোরেপুষ্পোঞ্জরি

নমস্কারসহ।

ধরণীলভিয়াহিরকাক্ষণে

প্রস্তরআসনেরসি

বহুযুগবহ্নিতপস্যারারে এইবর

এপুষ্পেরূান

মানুষেরজন্মদিনেন্ট ৎসর্গকরিবে আশাকরি। সেইবর, মানুষেসুেন্দরেরসইনমস্কার

আজিএলমোরহাতে

আমারজন্মেরএইসার্থকরণ।

নক্ষত্রে চিত্মহাকাশে

কোথা কি জ্যোতিঃসম্পক্ষের বা

কখনেদিয়েছে দখার দুর্লভআশ্চর্যাৰ্ম্মান।

অকর্মার বিভ্রাট

– রবীন্দ্রনাথ ঠাকুর

লাঙল কাঁদিয়া বলে ছাড়ি দিয়ে গলা,

তুই কোথা হতে এলি ওরে ভাই ফলা?

যেদিন আমার সাথে তোরে দিল জুড়ি

সেই দিন হতে মোর মাথা-খোঁড়াখুঁড়ি।

ফলা কহে, ভালো ভাই, আমি যাই খ’সে,

দেখি তুমি কী আরামে থাক ঘরে ব’সে।

ফলাখানা টুটে গেল, হল্‌খানা তাই

খুশি হয়ে পড়ে থাকে, কোনো কর্ম নাই।

চাষা বলে, এ আপদ আর কেন রাখা,

এরে আজ চালা করে ধরাইব আখা।

হল্‌ বলে, ওরে ফলা, আয় ভাই ধেয়ে–

খাটুনি যে ভালো ছিল জ্বলুনির চেয়ে।

অক্ষমতা

– রবীন্দ্রনাথ ঠাকুর

এ যেন রে অভিশপ্ত প্রেতের পিপাসা —

সলিল রয়েছে প’ড়ে, শুধু দেহ নাই।

এ কেবল হৃদয়ের দুর্বল দুরাশা

সাধের বস্তুর মাঝে করে চাই – চাই।

দুটি চরণেতে বেঁধে ফুলের শৃঙ্খল

কেবল পথের পানে চেয়ে বসে থাকা!

মানবজীবন যেন সকলি নিষ্ফল —

বিশ্ব যেন চিত্রপট, আমি যেন আঁকা!

চিরদিন বুভুক্ষিত প্রাণহুতাশন

আমারে করিছে ছাই প্রতি পলে পলে,

মহত্ত্বের আশা শুধু ভারের মতন

আমারে ডুবায়ে দেয় জড়ত্বের তলে।

কোথা সংসারের কাজে জাগ্রত হৃদয়!

কোথা রে সাহস মোর অস্থিমজ্জাময়!

অক্ষমা

– রবীন্দ্রনাথ ঠাকুর

যেখানে এসেছি আমি, আমি সেথাকার,

দরিদ্র সন্তান আমি দীন ধরণীর।

জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখভার

বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির।

অসীম ঐশ্বর্যরাশি নাই তোর হাতে,

হে শ্যামলা সর্বসহা জননী মৃন্ময়ী।

সকলের মুখে অন্ন চাহিস জোগাতে,

পারিস নে কত বার — ‘কই অন্ন কই ‘

কাঁদে তোর সন্তানেরা ম্লান শুষ্ক মুখ।

জানি মা গো , তোর হাতে অসম্পূর্ণ সুখ—

যা কিছু গড়িয়া দিস ভেঙে ভেঙে যায় ,

সব-তাতে হাত দেয় মৃত্যু সর্বভুক ,

সব আশা মিটাইতে পারিস নে হায়—

তা বলে কি ছেড়ে যাব তোর তপ্ত বুক!

অবসান

  • রবীন্দ্রনাঠাকুর

জানিদনঅবসাদবে,

জানিতবুকিছুবাকিরবে।

রজনীত্মেমহারাণাখি

একসুরে গাহিকোকাকী

যেশুনিরে সেরহিবে জাগি

সেজানিবে তারিনীড়হারা

স্বপনযুক্তিত্বেসইতারা

যেখাপ্রাণহয়েছে বিরাগী।

কিছুপরেকরেয়াপে ছায়াঘনা

পনেরূপ। ঝরেখাকে

আকাশকুসুম তখনকুজনহীম

যে-গানা পনেননি বাসা

তারক্ষী গুঞ্জনভাষা

একহবেরাত্রিরসাথে।

শেষহকে সব শেষরাতে।

Author
Language Bengali
No. of Pages13
PDF Size2 MB
CategoryPoetry
Source/Creditspdffile.co.in

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট – Rabindranath Tagore Poems PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!