কালী পূজার মন্ত্র | Kali Puja Mantra PDF in Bengali

‘কালী পূজার মন্ত্র’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Kali Puja Mantra’ using the download button.

কালী পূজার মন্ত্র – Kali Puja Mantra Bengali PDF Free Download

kali-puja-mantra-bengali

কালী পূজার মন্ত্র

করজোড়ে নীচের ধ্যান মন্ত্র পাঠ করুন

ওঁ শবারুঢ়াং মহাভীমাং ঘোরদংস্ট্রাং বরপ্রদাম।

 হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকর্ত্তৃকাকরাম।।

 মুক্তকেশীং লোলজিহ্বাং পিবন্তীং রুধিরং মুহু।

 চতুর্ব্বাহু যুতাং দেবীং বরাভয়করাং স্মরেৎ।।

২য় ধাপ – মায়ের গায়ন্ত্রী মন্ত্র

ওঁ কালিকায়ৈ বিদ্মহে শশ্মানবাসিন্যৈ ধিমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ (১০ বার জপ করুন)

৩য় ধাপ – মায়ের কবচ পাঠ করুন

ভৈরব উবাচ

 কালিকা যা মহাবিদ্যা কথিতা ভুবি দুর্ল্লভা।

 তথাপি হৃদয়ে শল্যমস্তি দেবি কৃপাং কুরু।।

 কবচন্ত মহাদেবী কথয়সানুকম্পা।

 যদি নো কথ্যতে মাতব্বিমুঞ্চামি তদা তনুম।।

কালী পূজার মন্ত্র পাঠ

শংকাপি জায়তে বৎস তব স্নেহাৎ প্রকাশিতম।

 ন বক্তব্যং ন দ্রষ্টব্যমতি গুহ্যতমং মহৎ।।

 কালিকা জগতাং মাতা শোকদুঃখাদি বিনাশিনী।

 বিশেষত কলি যুগে, মহাপাতকহারিণী।।

 কালী মে পুরুত: পাঠু পৃষ্ঠতশ্চ কপালিনী।

 কুল্বা মে দক্ষিনে পাতু করণৌ চগ্রোপ্রভামতা।।

 বদনং পাতু মে দীপ্তা নীলা চ চিবুকং সদা।

 ঘনা গ্রীবাং সদা পাতু বলাকা বাহুযুগ্মকম।।

 মাত্রা পাতু করদ্বন্দং বক্ষো মুদ্রা সদাবতু।

 মিতা পাতু স্তনদ্বন্দং যোনিং মন্ডল দেবতা।

 ব্রাম্মী মে জঠরং পাতু, নাভিং নারায়ণীং তথা।

 ঊরু মাহেশ্মরী নিত্যং চামুন্ডা পাতু লিঙ্গকম।

 কৌমারী চ কটিং পাতু তথৈব জানুযুগ্মকম।

 অপরাজিতা পাদৌ মে বারাহী পাতু চাঙ্গুলী: ।

 সন্ধিস্থানং নারসিংহী পত্রস্থা দেবতাবতু

 রক্ষাহীনঞ্চ যৎ স্থানং বর্জ্জিতং কবচেন তু।

 তৎ সর্ব্বং রক্ষ মে দেবী কালিকে ঘোর দক্ষিণে।

 ঊর্দ্ধং-মধ্যস্তথা দিক্ষু পাতু দেবী স্বয়ং বপুঃ।।

 হিংস্রেভ্যঃ সর্ব্বদা পাতু সাধকঞ্চ জলাধিকাৎ।

 দক্ষিণা কালিকে দেবী ব্যাপকত্তে সদাবতু।

 ইদং কবচমজ্ঞাতা যো জপেদ্দেবদক্ষিনাম

 ন পুজাফলমাপ্নোতি বিঘ্নস্তস্য পদে পদে।

 কবচেনাবৃতো নিত্যং যত্র তত্রৈব গচ্ছতি

 তত্র তত্রভয়ং তস্য ন ক্ষোভং বিদ্যতে ক্কচিৎ।

৬) বন্দনা করুন

ওঁ মহামায়ে জগন্মাত কালিকে ঘোর দক্ষিণে ৷

 গৃহাণ্ বন্দনে দেবী নমস্তে শংকর প্রিয়ে ৷৷

 ওঁ প্রচন্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুর নায়িকে ৷

 কুলদ্যোতকরে চোগ্রে জয়ং দেহী নমোহস্তুতে ৷৷

কালী কালী মহাকালী মন্ত্র

৭) এরপর অপরাধ ক্ষমা প্রার্থনা করে মায়ের চরণে মনোবাসনা নিবেদন করুন

ওঁ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ য়দ্ ভবেৎ ৷

 পুরনং ভবতু যৎ সর্ব, তৎ প্রসাদৎ সুরেশ্বরী ৷৷ .

কালী পূজার প্রশস্ত সময় নির্ঘন্ট 

না দিবা পূজায়দ্দেবীং রাত্রৌ নৈব চ নৈবচ।
সর্বদা পূজয়ে দেবীং দিবা রাত্রৌ বিবর্জয়েৎ।।

অর্থাৎ:
দেবীকে দিনে ও না, রাত্রিতে ও না সর্বদা পূজা করবে।

রহস্যপূজায় বলা হয়েছে-

দিবাচার্দ্ধ প্রহরিকা চাদ্যন্তে পরমেশ্বরী।
ঋতু দন্ডাত্নিকা সা চ রাত্রিরুক্তা মনীষিভিঃ
ততো বৈ দশ নাড্যন্ত নিশা মহানিশা স্মৃতাঃ।
সর্বদা চ সমাখ্যাতা সর্ব সাধন কর্ম্মনি।

অর্থাৎ:
সূর্যাস্তের পর অর্দ্ধপ্রহর বা চারদন্ড সময় অর্থাৎ ৯৬ মিনিট সময়কে বলা হয় দিবা। তারপর ছয়দন্ড অর্থাৎ ১৪৪ মিনিট সময়কে বলা হয় রাত্রি। অর্থাৎ সূর্যাস্তের প্রথম দশ দন্ড অর্থাৎ ৪ঘন্টা দিবা ও রাত্রি। তারপর দশ দন্ডকাল অর্থাৎ ৪ ঘন্টা হচ্ছে নিশা ও মহানিশা। একই বলা হয় সর্বদা। এটাই দেবী পূজার প্রশস্ত সময়। কার্তিক মাসে সাড়ে পাঁচটায় সূর্যাস্ত। তারপর চার ঘন্টা বাদ দিয়ে পূজায় বসতে হবে এবং রাত্রি একটার মধ্যে পূজো সমাপ্ত করতে হবে। আবার রাত্রি দেড়টার পর সূর্যোদয় পর্যন্ত সময়কে বলা হয় দিবারাত্রি।

Author
Language Bengali
No. of Pages11
PDF Size0.5 MB
CategoryReligious
Source/Creditspdffile.co.in

কালী পূজার মন্ত্র – Kali Puja Mantra Bengali Book PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!