‘লোকনাথ বাবার পাঁচালী’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Loknath Babar Pachali’ using the download button.
লোকনাথ বাবার পাঁচালী – Loknath Babar Pachali PDF Free Download

লোকনাথ বাবার পাঁচালী
বাবা লোকনাথের এই বাণী স্মরণ করে অনেকে কঠিন পরিস্থিতি ও দুর্গম পথও অতিক্রম করে এসেছেন। খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ। ভক্তদের সাহায্যের জন্য সর্বদা এগিয়ে থাকেন তিনি।লোকনাথ বাবার পুজোর পাশাপাশি তাঁর প্রণাম মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায়।
ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে। আড়ম্বর নয়, বরং শ্রদ্ধা ও ভক্তি ভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করা উচিত। এর ফলে ব্যক্তির সমস্ত আশা, আকাঙ্খা পূর্ণ হয়।
লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্রটি হল–
ওঁম যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীস্বরায় বৈ নমঃ
ভুমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ,
নমামি বারদীচন্দ্রং নন্দন কাননেস্মরং হরিম ।
নমামি ত্রিলোকনাথাং লোকনাথাং কল্পতরুম
ওঁ নমঃ শিবায় শান্তায় কারনত্রয়হেতবে ।
নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বরঃ
নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রীকাল দরশিনে
নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ
জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ,
জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম।
উল্লেখ্য, কোনও কাজ শুরুর আগে এবং বিপদ থেকে মুক্তি পেতে লোকনাথ বাবার নাম স্মরণ করা উচিত। আবার কোনও জাতকের রাশিতে বিষযোগ, দারিদ্র্য বা কেন্দ্রদ্রুম যোগ থাকলে তবে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পূজো করবেন। আবার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতেও এই মন্ত্র জপ করতে পারেন। পাশাপাশি বাবা লোকনাথের পুজো করলে আর্থিক পরিস্থিতি উন্নত হয়।
Language | Bengali |
No. of Pages | 1 |
PDF Size | 0.09 MB |
Category | Religion |
Source/Credits | – |
লোকনাথ বাবার পাঁচালী – Loknath Babar Pachali PDF Free Download